ভাবলে আশ্চর্য লাগে, আমি, এক বুড়ি বোয়া মহিলা, এই কাহিনি লিখছি। আমি লেখিকা না, কখনও চিন্তাও করিনি কিছু লিখবো একদিন। আমার বিবেচনায় গল্প-উপন্যাস ছাইপাশ ছাড়া আর কিছু না। এসব পড়লে অল্পবয়সী মেয়েদের মাথায় কুচিন্তা ঢোকে, ঘরের কাজকর্ম ফেলে আড়চোখে যুবকদের দিকে তাকায় ওরা। অথচ আমার যৌবনকালে, আমার মা আর অন্য মহিলাদের দেখেছি, স্বামী-সন্তান-সংসার ছাড়া অন্যকিছুর কথা চিন্তাও করতেন না তারা। আজ যদি তারা শুনতেন সুয্যান নড একটা উপন্যাস লিখছে, তা হলে কবরে শুয়ে অট্টহাসি হাসতেন বলে আমার বিশ্বাস। হাসারই কথা—বড় বড় অক্ষরে নিজের নামটা সই করা ছাড়া তেমন কিছু লিখতে পারি না আমি।
Related products
15% ছাড়
15% ছাড়
12% ছাড়
15% ছাড়
সাহিত্য
30% ছাড়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
15% ছাড়
সাহিত্য
15% ছাড়
সাহিত্য
15% ছাড়
সাহিত্য