কাকাবাবু একটা পিরামিডে অভিযানে যাবেন তাই তার গাইড উট আর অন্যান্য জিনিস লাগবে। ডাগাে আবদুল্লা কাকাবাবুর পুরনাে পরিচিত গাইড। কাকাবাবু হানির লােককে দিয়ে সন্তুর কাছে চিঠি লিখে পাঠিয়েছে যেন আগামী কাল সকালে সন্তু একটা উট ভাড়া করে মেমফিসের পিরামিডের কাছে চলে আসে। এদিকে বিমান আর রিনি সেই সময় হােটেলে ছিল, তারাও সন্ত্রর সাথে যাওয়ার জেদ ধরল এডভেঞ্চারের লােভে। পরদিন সকালে সন্তু, বিমান আর রিনি উটের পিঠে চেপে পিরামিডের দিকে চলল। ওরা যখন নির্দিষ্ট যায়গায় পৌঁছল তখন ডাগাে একটা জীপ নিয়ে সন্তুকে নিতে এলাে, ঠিক সেই সময়ই মামুনের কয়েকজন লােক আরেকটা জীপে করে এসে রাইফেল বাগিয়ে ধরে সন্ত্রকে নিয়ে চলে গেলাে। তারা যাওয়ার আগে ডাগােকে একটা চিঠি দিয়ে গেলাে। ডাগাে চিঠি নিয়ে কাকাবাবুর কাছে এসে সমস্তটা খুলে বলল। চিঠিতে লেখা ছিল কাকাবাবুকে ছেড়ে দিতে হবে যাতে তিনি মামুনকে মুফতির উইল বুঝিয়ে দিতে পারে। হানি সব শুনে খুব রেগে গেলাে তখনই মামুনকে আক্রমণ করার জন্য রওনা হতে চাইলাে, কিন্তু কাকাবাবু তাকে ক্ষান্ত করলেন। কাকাবাবু তাকে বুঝলেন মুফতির উইলে আসলে কোন সম্পদ নাই, তাই কাকাবাবু বুদ্ধি দিলেন মামুনকে চিঠি লিখতে। চিঠিতে লেখা হল যদি উইল অনুযায়ী কোন সম্পদ পাওয়া যায় তবে তার অর্ধেক মামুনকে দেয়া হবে। এই চিঠি পেয়ে মামুন সন্তুকে ছেড়ে দিলাে। তাপর কাকাবাবুরা সবাই মুফতির নির্দেশিত পিরামিডের দিকে রওনা হল।
Related products
15% ছাড়
ইতিহাস
15% ছাড়
সাহিত্য
15% ছাড়
সাহিত্য
15% ছাড়
33% ছাড়
অনুবাদ সাহিত্য
15% ছাড়
সাহিত্য
12% ছাড়
15% ছাড়
সাহিত্য