মেসের ঘরে হিমু শুয়ে আছে। শহর জুড়ে লােডশেডিং। আকাশে থালার মতাে চাঁদ ওঠায় শহর অন্ধকারে ডুবে যায়নি। জানালা দিয়ে হিমুর ঘর জোছনা ঢুকছে। জোছনার কোনাে রং থাকে না। শুধু সিনেমার জোছনা হয় নীল। হিমুর কাছে আজ রাতের জোছনা সিনেমার জোছনার মতাে নীল লাগছে। নীল জোছনা গায়ে মাখতে ভালাে লাগছে। মনে হচ্ছে নীল রঙ চামড়া ভেদ করে ভেরতে ঢুকে যাচ্ছে। জোছনারাতে বনে যাওয়ার নিয়ম। তার কাছে শহরটাকে মাঝে মাঝে গহীন অরণ্য মনে হয়। শহরের অলিতে গলিতে হাঁটা মানে গহীন বনের ভেতরের গায়ে চলা পথে হাঁটা।
Related products
15% ছাড়
সাহিত্য
12% ছাড়
15% ছাড়
সাহিত্য
33% ছাড়
অনুবাদ সাহিত্য
15% ছাড়
15% ছাড়
সাহিত্য
30% ছাড়
25% ছাড়